
ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণ, বিশেষ ট্রাইব্যুনালের আহ্বান জেলেনস্কির
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১৯:৫৩
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় সকালে এসব বিস্ফোরণে শব্দ পাওয়া যায়।
আল জাজিরা জানিয়েছে, কিয়েভ, জাপোরিজ্জিয়া ও ওডেসা অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছে স্থানীয়রা। এসব ঘটনার নেপথ্যে রাশিয়া ওতপ্রোতভাবে জড়িত বলে দাবি ইউক্রেনীয় কর্তৃপক্ষের। এদিকে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি বিশেষ ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন।