
ইউক্রেইনে রাশিয়ার তুমুল ক্ষেপণাস্ত্র ও গোলা হামলা
ইউক্রেইনজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ও গোলা হামলা শুরু করেছে রাশিয়া। তিনদিনের মধ্যে রাশিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন হামলা চালাল।
এতে খেরসন অঞ্চলে একজন নিহত এবং দোনিপ্রপেত্রোভস্কে তিন শিশুসহ ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরের আগে দিয়ে রাশিয়া এসব হামলা চালিয়েছে।
ইউক্রেইনের সশস্ত্র বাহিনী বলছে, ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী, যার ১৫টি ঠেকিয়ে দিয়েছে ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।