ঈদের সাজে থাকবে যে ধরনের মেকআপ
শুধু জামা-জুতা পরলেই তো হবে না, মনের মতো সাজতেও হবে। ঈদ হবে গরমের মধ্যে। তাই সাজে এবার প্রাকৃতিক ভাবটা বেশি রাখা হবে। গরমে মেকআপ যতটা সম্ভব কম রাখা ভালো। আন্তর্জাতিক মেকআপের ধারাটাও এখন সে রকম। এ ধরনের সাজের ক্ষেত্রে খুব বেশি মেকআপ পণ্যের প্রয়োজন নেই। ভালো মানের ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশন, কাজল, মাসকারা, আইশ্যাডো যথেষ্ট।
গরমে মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমারের জুড়ি নেই। একসঙ্গে এটি অনেক কাজ করে। যেমন ত্বকের রোমকূপ ছোট রাখে। গরমে অনেকের ত্বকে তৈলাক্ত ভাব দেখা দেয়। প্রাইমার এই তেলতেলে ভাব কমায়। বিভিন্ন প্রসাধনী দোকানের বিক্রয়কর্মীরা বলছেন, গরম ও ঈদ উপলক্ষে প্রাইমারের বিক্রি অন্য যেকোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। এখন ত্বকের ধরন অনুযায়ী এই পণ্য পাওয়া যাচ্ছে। রূপবিশেষজ্ঞদের মতে, শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজিং ও মিশ্র এবং তৈলাক্ত ত্বকের জন্য তেলমুক্ত প্রাইমার ব্যবহার করা উচিত।
গরমে মেকআপের বেজ হালকা রাখাটা আবশ্যক। এই আবহাওয়ায় সব ত্বকের জন্যই লাইটওয়েট ফর্মুলার ম্যাট ফাউন্ডেশন খুব ভালো কাজ করে। এটি তরল বা পাউডার, দুই রকমেরই হতে পারে। ম্যাট ফাউন্ডেশনের ফর্মুলায় তেল-জাতীয় উপাদান কম থাকে। তাই মেকআপ ১০-১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। বেজ মেকআপে ফাউন্ডেশনের পাশাপাশি নতুন কিছু পণ্যের চাহিদা বেশ বেড়েছে। সেগুলো হলো বিবি (বিউটি বাম) ও সিসি (কালার কারেক্টর) ক্রিম এবং টিন্টেড ময়েশ্চারাইজার। যাঁরা মেকআপে হালকা বা মিনিমাল ধারা মেনে চলতে চান ও যাঁদের ত্বকে দাগছোপ, বলিরেখার সমস্যা নেই, তাঁরা বেজ মেকআপ হিসেবে গরমে এগুলো ব্যবহার করতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, ফাউন্ডেশন বলুন বা টিন্টেড ময়েশ্চারাইজার, এখন এই পণ্যগুলোতে এসপিএফ যুক্ত করা হয়েছে। জেন জি প্রজন্মের তরুণীদের কাছে এ ধরনের পণ্যের চাহিদা অনেক।
- ট্যাগ:
- লাইফ
- ঈদের সাজগোজ