সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হোক

জাগো নিউজ ২৪ মোনায়েম সরকার প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৯

আগামী নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দেশে ফিরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি যুক্তরাষ্ট্র। তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। পররাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন যে, বিদেশিদের কাছে নালিশ জানিয়ে লাভ হবে না। কিন্তু বিএনপি নালিশের পথেই হাঁটছে।


ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রোববার বৈঠক করেছেন বিএনপির নেতারা। নির্বাচনকালীন সরকার নিয়ে আমেরিকার মাথা ব্যথা না থাকলেও বিএনপি কিন্তু দলনিরপেক্ষ সরকারের অবস্থান থেকে সরছে না। আবার সরকারও সংবিধানের বাইরে যাবে না। তাহলে আসলে কেমন পরিস্থিতি দাঁড়াবে আগামী নির্বাচন ঘিরে- এ প্রশ্ন এখন রাজনীতি সচেতন সব মানুষের মনেই।


এদিকে বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত।’


গত ৭ এপ্রিল জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীতে সংসদে দেওয়া তার শেষ ভাষণে গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলে। দেশে গণতন্ত্র অব্যাহত থাকলে উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে যায়। আবার গণতন্ত্রের স্বাভাবিক গতিপথ রুদ্ধ হলে উন্নয়নও বাধাগ্রস্ত হয়। উন্নয়নকে স্থায়ী ও টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত করতে হবে, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা ছড়িয়ে দিতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও