বিতর্কিত মন্তব্যের অভিযোগ, বিশ্বভারতীর উপাচার্যকে মোদির দপ্তরে তলব
প্রথম আলো
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ১৬:০৬
দুর্গাপূজা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে তলব করা হয়েছে। গতকাল মঙ্গলবার সেই চিঠি এসেছে বিশ্বভারতীর কাছে।
শান্তিনিকেতন ট্রাস্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে তলব করা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর পদে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত মার্চে বিশ্ববিদ্যালয়ের উপাসনাগৃহে সাপ্তাহিক উপাসনা অনুষ্ঠানে বসন্ত উৎসব এবং দুর্গাপূজা প্রসঙ্গে কথা বলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন, ‘উৎসব নিয়ে যাঁরা প্রথার কথা বলেন, তাঁরা বসন্ত উৎসবের নামে বসন্ত–তাণ্ডব চান। সেই বসন্ত–তাণ্ডবের পক্ষপাতি নই।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে