বাহারি ব্যাগ
ঈদে নতুন ব্যাগ কেনা চাই। কিন্তু কোন ব্যাগ কিনবেন– ক্লাচ, স্যাচেল নাকি হোবো? তার সিদ্ধান্তটা এখনই নিতে হবে। ভালো ব্র্যান্ডের ব্যাগগুলো উৎসবের পাশাপাশি সারাবছর ব্যবহার করা যায় অনায়াসে। আজকাল বাজারে অনেক ধরনের ব্যাগ পাওয়া যায়। ‘গুটিপা’-এর বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক সাঈদ ইবনে আনোয়ার জানান, এখন স্যাচেল, হোবো, ক্লাচ, কেলি, টোট, কুইলেটেড স্লিং, মেসেঞ্জার, বোলিং, কাঁধ ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ক্রস বডি ব্যাগ, পার্স ইত্যাদি পাওয়া যায়। প্রয়োজন ও ফ্যাশনের সঙ্গে মিল রেখে এসব ব্যাগ কেনেন নারীরা।
তিনি আরও বলেন, ‘গুটিপায় নারীর সব ধরনের ব্যাগ, ওয়ালেট, ব্যাকপ্যাক আছে। পুরুষের ওয়ালেট, ব্যাকপ্যাক, মেসেঞ্জার ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লং ওয়ালেট, মোবাইল ওয়ালেট ইত্যাদি পণ্যও পাওয়া যায়।’এসব ব্যাগ চামড়া দিয়ে তৈরি। এ ছাড়াও চামড়ার সঙ্গে জুটের সংমিশ্রণে কিছু ব্যাগ গুটিপায় আছে বলেও জানান তিনি।ঈদের জন্য পার্টি ব্যাগগুলোই মানানসই। যে কোনো দাওয়াত, জন্মদিনের পার্টি কিংবা অফিসের পার্টিতে ক্লাচ ব্যাগ ও বটুয়া ব্যাগ ব্যবহার করতে পারেন। পার্টি ব্যাগগুলো সাধারণত ধুপিয়ান, সিল্ক, কাতান, ভেলভেট ইত্যাদি জমকালো কাপড়ের সাহায্যে তৈরি করা হয়। এসব ব্যাগে এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি, চুমকি-পুঁতি-লেইসের নকশা থাকে।