কম্পিউটার বিক্রি কমেছে ২৯ শতাংশ

প্রথম আলো প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১৬:০৫

সারা বিশ্বে পিসি বা ডেস্কটপ কম্পিউটার বিক্রির পরিমাণ কমেছে। এ বছরের প্রথম প্রান্তিকে মোট কম্পিউটার বিক্রি হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ইউনিট, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)। নিত্যনতুন প্রযুক্তি পণ্য উদ্ভাবনের পাশাপাশি বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক সংকটের কারণে ডেস্কটপ কম্পিউটারের বিক্রি কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


আইডিসির তথ্যমতে, ডেস্কটপ কম্পিউটারের চাহিদা কমায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাপল। বছরের প্রথম প্রান্তিকে ৪০ দশমিক ৫ শতাংশ কম কম্পিউটার বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এরপরই রয়েছে ডেলের অবস্থান। প্রতিষ্ঠানটির তৈরি কম্পিউটারের বিক্রি কমেছে ৩১ শতাংশ।


ডেস্কটপ কম্পিউটার বিক্রির পরিমাণ বছরজুড়েই কমতে পারে বলে ধারণা করছে আইডিসি। প্রতিষ্ঠানটির ডিভাইস অ্যান্ড ডিসপ্লে বিভাগের রিসার্চ ভাইস প্রেসিডেন্ট লিন হুয়াং জানান, ২০২৪ সালের মধ্যে অর্থনীতির অবস্থা ভালো হলে ডেস্কটপ কম্পিউটারের চাহিদা বাড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও