কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের তিন বেলার সাজ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১০:৪৭

সাজ-পোশাক ছাড়া ঈদ পূর্ণ হয় না যেন। ঈদের দিন সবাই সেজেগুজে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বন্ধু কিংবা আত্মীয়-স্বজনের বাড়িতে যায়। স্বাভাবিকভাবেই সবাই সবার নতুন পোশাক আর সাজ খেয়াল করে দেখে। বাহারি রঙের সাজ-পোশাকে ঈদ বর্ণিল হয়ে ওঠে। ঈদের সাজ-পোশাক কেমন হবে, তা সবচেয়ে বেশি নির্ভর করে আপনি কোন অঞ্চলে আছেন, সেই অঞ্চলের আবহাওয়া কেমন, সংস্কৃতি কেমন তার ওপর।


এমন অনেক পোশাক আছে, যা শহরে পরা গেলেও গ্রামে পরাটা বেমানান কিংবা অন্য কোনো দেশে পরা গেলেও তা বাংলাদেশে পরার উপযোগী নয়। আবার শীতের সময় সাজ-পোশাক একরকম হয়, গরমের সময় অন্যরকম। আপাদমস্তক ভিন্নতা না থাকলেও আবহাওয়া ভেদে আপনাআপনি কিছু পার্থক্য চলে আসে। ঈদের দিনের সাজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি- সকালের সাজ, দুপুরের সাজ এবং রাতের সাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও