রমজানে নফল ইবাদতের গুরুত্ব
কর্তব্যের অতিরিক্ত কাজই নফল। শরিয়তে ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত ইবাদতকে নফল বলে। তবে নফল ইবাদত ফরজ ও ওয়াজিবের পরিপূরক হিসেবে গণ্য। কেননা ফরজ ও ওয়াজিব ইবাদতে কোনো ঘাটতি হলে নফল ইবাদত সেই ঘাটতি পূরণ করে দেয়।
সুতরাং ফরজ ও ওয়াজিবের পরিপূরক হিসেবে নফল ইবাদতের গুরুত্ব আছে। আর রমজান মাসে নফল ইবাদতের গুরুত্ব আরো অনেক বেশি। কেননা রমজানে প্রতিটি নেক কাজের বিনিময়ে সত্তর গুণ বেশি সওয়াব দেয়া হয়। আর রমজানের প্রতিটি নফল ইবাদত মর্যাদা ও সওয়াবের দিক দিয়ে ফরজের পর্যায়ভুক্ত।