কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানুষ কী তবে জীবন নিয়ে ভাবনাই ছেড়ে দিয়েছে?

জাগো নিউজ ২৪ সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ০৯:৪১

বঙ্গবাজারের আগুনের শোকের মাঝেই অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।


বৃহস্পতিবার ফায়ারের কর্মকর্তা যখন মার্কেটের সামনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন গাউছিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পেছনে দাঁড়িয়ে হাসছিলেন। পরে তিনিও কথা বলেন সাংবাদিকদের সাথে। কিন্তু সিঁড়িতে কেন দোকান, ক্রেতাদের হাঁটার পথে কেন দোকান এবং সেগুলো কীভাবে বসল, কারা ভাড়া দিল, আগুন লাগলে তা থেকে বাঁচার জন্য কী ব্যবস্থা আছে – এরকম কোনো প্রশ্নেরই তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি। আসলে তারা তো কেবল মাস শেষে ভাড়ার টাকা গোনেন, জীবন বাঁচানোর কথা ভাববার সময় কোথায়?


আগুনের ঝুঁকিতে এই গাউছিয়া আসলে ঠিক একটি মার্কেট নয়। আছে ঘিঞ্জি করে লেগে থাকা আরও সাতটি মার্কেট। একটির সাথে একটি লেগে থাকা এই মার্কেটগুলোকে আলাদা করা যায় শুধু সিঁড়ির টাইলস-এর রং দিয়ে। এতগুলো মার্কেট, এত ব্যবসায়ী ও এত দোকানী, এত ক্রেতা– কিন্তু সচেতনতা নেই, নেই আগুন লেগে গেলে বের হওয়ার পথ এবং ফায়ার সার্ভিসের জন্য পানির ব্যবস্থা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও