কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংসদে পিপিপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ সংশোধনী বিল

বাংলা নিউজ ২৪ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ১৪:৫৯

ঢাকা: বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদনে সংশোধনী আনা হচ্ছে। এ ছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত হচ্ছে করা হচ্ছে।


বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এ সংক্রান্ত সংশোধনী এনে বাংলাদেশ বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব (সংশোধন) বিল ২০২৩ উপস্থাপন করা হয়েছে। সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিলটি উপস্থাপন করেন। এটি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিদ্যমান আইনের ধারা ৪ এর উপ-ধারা (৩) এ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষ নিরপেক্ষ ও স্বাধীন হবে বলে উল্লেখ রয়েছে। প্রস্তাবিত আইনে স্বাধীন শব্দটি বিলুপ্ত হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও