চুলে ডিমের কুসুম দেবেন নাকি সাদা অংশ?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ১১:০০
ডিমের সাদা অংশে মেলে রাইবোফ্লাভিন, নিয়াসিন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাসিয়াম। সঙ্গে প্রোটিন তো রয়েছেই। অন্যদিকে ডিমের কুসুমে পাওয়া যায় প্রোটিন, বি কমপ্লেক্স ভিটামিন এবং ফলিক অ্যাসিড। সব উপাদানই চুলের স্বাস্থ্যরক্ষার জন্য জরুরি।
লিভ ইন কন্ডিশনার হিসেবে
শ্যাম্পু করার পর লিভ ইন কন্ডিশনার হিসেবে ডিমের কুসুম ব্যবহার করতে পারেন। ১০-১৫ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন। তারপর লিভ-ইন কন্ডিশনার লাগিয়ে নিন চুলে। যদি মনে হয় চুল ধোওয়ার পর গন্ধ আসছে, তাহলে ডিমের কুসুমের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।