
ব্যবহারকারীর তথ্য চুরি করছে চ্যাটজিপিটি!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৯
চ্যাটজিপিটি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত একটি শব্দ। যা পুরো প্রযুক্তি দুনিয়ায় নতুন একটি মাত্রা যোগ করেছে। চ্যাটজিপিটি যেমন অনেকের জন্য উপকারী তেমনি অনেকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই এআই চ্যাটবটের কারণে চাকরি হারাতে বসেছে হাজারো মানুষ। এরমধ্যে আছে শিক্ষক থেকে, লেখক, গণমাধ্যম, ফ্রিল্যান্সাররাও।
তবে এরই মধ্যে ইউরোপের দেশ ইতালি ব্যান করলো জনপ্রিয় এই চ্যাটবটটি। অর্থাৎ চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ ইতালিতে। তবে কেন এই সিদ্ধান্ত ইতালির? ইতালি সরকারের দাবি, চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য চুরি করছে। পাশাপাশি এই প্ল্যাটফর্মে কোনো ব্যবহারকারীদের বয়স যাচাই করার কোনো ব্যবস্থা নেই। ফলে ১৮ বছরের নিচে অনেক ব্যবহারকারী অবৈধ উপাদানের দিকে ঝুঁকতে পারে। আর সেই কারণেই অবিলম্বে চ্যাট জিপিটি পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইতালি সরকার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- তথ্য চুরি
- চ্যাটজিপিটি