কক্সবাজার যেন সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিমের লোভে সবাই তাকে হত্যা করতে উঠেপড়ে লেগেছে। সেখানকার পাহাড়, বন, প্যারাবন ধ্বংস করা হচ্ছে নির্বিচার।
সরকারি প্রকল্প তো আছেই, বেসরকারি ও ব্যক্তিগতভাবে যে যেভাবে পারছে, সেখানকার পরিবেশ ধ্বংস করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। গড়ে উঠছে রিসোর্ট ও মাছের খামার। এ নিয়ে বারবার প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশিত হলেও স্থানীয় প্রশাসন দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
প্রথম আলোর শনিববারের প্রতিবেদন জানাচ্ছে, কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন প্যাঁচার দ্বীপ সৈকতের প্যারাবন উজাড় ও দখল করে রিসোর্ট তৈরির কাজ চালিয়ে যাচ্ছে কিংশুক ফার্মস লিমিটেড। আরও ভয়াবহ হচ্ছে প্রতিষ্ঠানটি আগুন দিয়ে প্যারাবন পুড়িয়ে দিচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- পরিবেশ দূষণ
- প্রশাসন