You have reached your daily news limit

Please log in to continue


রাস্তায় খবরের কাগজ ফেরি করছেন সাফা!

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে সে।

শীত কিংবা উষ্ণ, বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনোকিছু তোয়াক্কা করে না সে। এমনই এক পত্রিকার হকারের চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী সাফা কবির!

বৃহস্পতিবার রাজধানী উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের পাশে প্রধান সড়কের আশপাশে  ও ফুটওভার ব্রিজে দেখা গেল, সাফা কবির হাতে পত্রিকা নিয়ে হকারি করছেন। গরম খবর, তাজা খবর, ১০ টাকা দিশ বিদেশের হট নিউজ পড়ে ফেলুন এসব বলতে বলতে তিনি পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছেন।

প্রথমবার দেখলেই যে কেউ ভড়কে যাবেন, বিশ্বাসই হওয়ার উপায় নেই যে তিনি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির! শতশত মানুষের ভিড়ে বেশিরভাগ মানুষই চিনতে পারেননি যে তিনি সাফা! ভিড় ঠেলে তপ্ত দুপুরেই তাকে নিয়ে এমন দৃশ্যের শুটিং করলেন নাট্য নির্মাতা অনন্য ইমন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন