পুতিন ও সি চিনের দোস্তিতে কী পাচ্ছে বিশ্ব
চার দফায় প্রায় ২৪ বছর রাশিয়ার ক্ষমতায় পুতিন। কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো প্রেসিডেন্ট হিসেবে। সি চিন পিং চীনে সর্বোচ্চ ক্ষমতায় আছেন এক দশকের বেশি। উভয়ে মাঝেমধ্যে ‘নির্বাচিত’ হন। ক্ষমতায় থাকতে এসব ‘নির্বাচন’ কোনো ঝুঁকি তৈরি করে না। তাঁদের প্রতিদ্বন্দ্বী হয়ে কারও রাজনীতির মাঠে নামার সুযোগই ক্ষীণ।
এ রকম ‘চমৎকার’ ব্যবস্থা ‘গণতান্ত্রিক বিশ্বে’র কোনো রাজনীতিবিদের পক্ষে বছরের পর বছর চালু রাখা কঠিন। ফলে মূলধারার ওই বিশ্বব্যবস্থা থেকে সি ও পুতিন ভিন্ন ব্যবস্থা গড়তে আগ্রহী। সম্প্রতি চীনের প্রেসিডেন্টের মস্কো সফরের ভেতর দিয়ে উভয় নেতার ওই নতুন ‘বিশ্বব্যবস্থা’র সাধনা শক্ত জমিন পেল বলে ভূরাজনীতিবিদেরা জানাচ্ছেন। কেউ কেউ অবশ্য বলছেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের ভঙ্গুর দেহে মোটা একটা পেরেক ঠোকার মতো ব্যাপার হলো এটা।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান