![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-03%2Fad0cfb1f-3c10-4ba3-9da3-0ae5326f2af5%2Fcollagen_250323.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
রূপচর্চায় কোলাজেন কেন এত জনপ্রিয়?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১৫:৪৮
বয়সের ঘড়ির কাঁটা পেছনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়, এমন পণ্যের কাটতি বাজারে সব সময়ই বেশি। আর সেখানেই কোলাজেনের গুরুত্ব।
ত্বক টানটান রাখার জাদুকরী প্রোটিন হল এই কোলাজেন। মানুষের শরীরে কোলাজেন প্রোটিন প্রচুর পরিমাণে থাকে। তরুণাস্থির ৬০ শতাংশ এই প্রোটিন দিয়েই তৈরি হয়। অন্যান্য যোজককলা, পেশি ও হাড়ের মতো সন্ধিকলাতেও কোলাজেন রয়েছে।
মুখে ও গায়ের ত্বক পেলব ও সুগঠিত রাখতে কোলাজেন খুব জরুরি।
- ট্যাগ:
- লাইফ
- রূপচর্চা
- রূপচর্চায় ভুল
- কোলাজেন