You have reached your daily news limit

Please log in to continue


ঈদে কাউন্টারে পাওয়া যাবে না ট্রেনের টিকিট

এবারের ঈদুল ফিতরে ট্রেনের অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি হবে ১৭ এপ্রিল থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন