You have reached your daily news limit

Please log in to continue


পুরুষের তুলনায় নারীদের কোভিড পরবর্তী জটিলতা বেশি: গবেষণা

বাংলাদেশে করোনভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে নারীরা কোভিড পরবর্তী জটিলতায় বেশি ভোগেন বলে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে।

আইসিডিডিআর,বি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) যৌথভাবে এই গবেষণা করে। মঙ্গলবার বিএসএমএমইউতে ‘লং টার্ম সিকুয়েল অব কোভিড-১৯: আ লংগিচুডিনাল ফলোআপ স্টাডি ইন ঢাকা বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ গবেষণার তথ্য প্রকাশ করা হয়।

২০২০ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩০ অক্টোবরের মধ্যে ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসা নেওয়া কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ওপর এই গবেষণাটি পরিচালিত হয়।

১৮ বছরের বেশি বয়সী ৩৬২ জন ব্যক্তির কোভিড-পরবর্তী জটিলতা নির্ণয়ে সেরে ওঠার ১ মাস, ৩ মাস এবং ৫ মাস পর ফলো-আপ করা হয়। তাতে রোগীদের স্নায়ুবিক, হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র এবং মানসিক স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়েছে তা দেখা হয়।

গবেষণার ফলাফলে বলা হয়, কোভিডের দীর্ঘমেয়াদী প্রভাব নারী ও পুরুষ ভেদে ভিন্ন। পুরুষদের তুলনায় নারীদের কোভিড পরবর্তী জটিলতায় ভোগার মাত্রা দেড় থেকে চার গুণ পর্যন্ত বেশি।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের চেয়ে কম। আক্রান্ত হলেও তাদের সময়মতো সঠিক চিকিৎসা নেওয়ার হারও কম।

“নারীদের রেগুলার সার্কেলটা (মাসিক) তাদের ইমিউনিটি কমিয়ে দেয়। নারীরা অবহেলিত হওয়ায় তাকে সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি। মৃত্যুপথযাত্রী না হলে তাকে হাসপাতালে নেওয়া হয়নি। পুরুষ নিজে নিজেই চিকিৎসা করেছে, কিন্তু নারীদের বেলায় পরিবারের সদস্যরা সেভাবে যত্ন করেনি। নারীরা বেশি সহনশীল, তারা নিজের কষ্ট বলতেও চায় না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন