‘বাংলালিংকের নেটওয়ার্কের গতি বৃদ্ধি পেয়েছে’
ফোরজি নেটওয়ার্কে নিয়মিত বিনিয়োগের ফলে বাংলালিংক’র কাভারেজ ও নেটওয়ার্কের গতি বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাংলালিংকের অভিনব এবং আরও উন্নত ডিজিটাল সেবার গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে অবদান রেখেছে বলে জানিয়েছে অপারেটরটি।
বাংলালিংক’র স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন’র সম্প্রতি প্রকাশিত ২০২২ সালের আয়ের প্রতিবেদন অনুসারে, ওই বছরে বাংলালিংক’র আয় পূর্ববর্তী বছরের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৪ কোটিতে দাঁড়িয়েছে। টানা তিন প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি আয় বৃদ্ধিতে সহায়তা করেছে। সেবা থেকে বার্ষিক আয় এবং ডেটা থেকে আয়ও ২০২২ সালে যথাক্রমে ১২ দশমিক ৩ ও ২৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সোমবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাংলালিংক’র প্রধান নির্বাহী এরিক অস এই ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক বোর্ডের চেয়ারম্যান ও ভিওন’র গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লু, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার চেম ভেলিপাসাওগ্লু, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।