সংযমের মাসে অসংযমী কারবার
ভদ্রলোক প্রায়ই ফোন করেন, বিশেষ করে পত্রিকায় আমার লেখা বেরোলে সেদিন অবধারিত। বলা যায় আমার লেখার একজন অনুরক্ত পাঠক তিনি। রাজধানীর মিরপুরের বাসিন্দা কবিরুল ইসলাম নামের এই ভদ্রলোক একজন ছোটখাটো ব্যবসায়ী। সমাজ এবং দেশকে নিয়ে ভাবেন।
চারদিকের অবক্ষয় তাঁকে বেশ পীড়া দেয়। ফোনে সেসব কথা বলেন। সেদিন ফোন করে বললেন, ‘ভাইজান, সামনে রোজার মাস। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে এবার রোজাদারদের যে কী পরিস্থিতিতে পড়তে হবে, কে জানে!’ বললাম, ‘এবার তো রোজার আগেই সব জিনিসের দাম বেড়ে গেছে, আরও হয়তো বাড়বে। আমাদের আর কী হবে? দ্রব্যমূল্যের জাঁতাকলে আমরা যেমন পিষ্ট হই, তেমনি হব। তাতে কার কী এসে-যায় বলেন?’ তিনি বললেন, ‘যদিও আমি খাদ্যপণ্য বিক্রি করি না। তারপরও রমজান মাসে কোনো পণ্য বাড়তি দামে বেচব না।’ ইতিবাচক এ সিদ্ধান্তের জন্য তাঁকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করলাম।