ঘন দাড়ি গজাবার ৫ উপায়
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১১:২৩
চকচকে কামানো নয়, বরং গাল ভরা দাড়িওয়ালা ছেলের দিকেই টান অনুভব করে মেয়েরা। কারণ দাড়ি পৌরুষের লক্ষণ। কিন্তু বয়ঃসন্ধির সময় সেই যে গালে হালকা দাড়ির রেখা দেখা দিয়েছিল, চাকরি করার বয়সে গিয়েও তা ঘন হল না। এ দিকে মেয়েদের মনে ঝড় তোলার প্রাথমিক এই শর্তটি পূরণ করার শখ তো বহু পুরুষের মনেই থাকে।
চিকিৎসকরা বলছেন, চাইলেই একদিনে ঘন দাড়ি গজাতে পারে না। তার জন্য চাই ধৈর্য এবং সময়। মাথার চুলের মতোই নিয়মিত যত্ন নিতে হয় দাড়িরও। এ ছাড়াও মনের মতো ঘন, কালো দাড়ি পেতে গেলে আরও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।
নিয়মিত দাড়ি কামাতে হবে
মাথার চুল ঘন করার জন্য বাচ্চাদের যেমন বার বার ন্যাড়া করে দেওয়া হত, তেমনই দাড়ির ঘনত্ব বাড়িয়ে তুলতে গেলে নিয়মিত দাড়ি কামানো অভ্যাস করতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- দাড়ি
- ঘন দাড়ি গজাবার উপায়