You have reached your daily news limit

Please log in to continue


সম্মানজনক বিদায় নিতে পেরেছি, সবার কাছে কৃতজ্ঞ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে সাংবাদিকদের সঙ্গে শেষ নৈশভোজ করেছেন মো. আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে এই নৈশভোজ হয়। এসময় তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। দ্বিতীয় মেয়াদে তার অবসরের কথাও বলেন। এসময় রাষ্ট্রপতি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে যান।

তিনি বলেন, আর ৪২ দিন পর আমি জনতার মাঝে ফিরে যাবো। আমার ভালো লাগছে যে আমি সম্মানজনকভাবে বিদায় নিতে পেরেছি। সবার কাছে আমি কৃতজ্ঞ।

সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সারাজীবন সততার সঙ্গে রাজনীতি করেছি, ৬৪ বছরের জীবনে সাংবাদিকদের কাছ থেকে আমার জন্য নেগেটিভ কিছু পাইনি, সংবাদকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ। তিনি বলেন, হাওর এলাকার কিছুটা পরিবর্তন আনতে পেরেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন