‘২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, ভিয়েতনাম, থাইল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার আশা করি’

ডেইলি স্টার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ১৩:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,'প্রতিবছর যদি গড়ে ৫ শতাংশের বেশি হারে প্রবৃদ্ধি অব্যাহত রাখা যায়, তাহলে আশা করা হচ্ছে, ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হতে সক্ষম হবে।'


আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।


শেখ হাসিনা বলেন, 'গত ডিসেম্বরে আমরা মেট্রোরেল যুগে প্রবেশ করেছি। এসব সাফল্যের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ এখন ২০৩১ সালে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে রূপান্তরিত হতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের রূপকল্প ২০৪১ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, প্রেক্ষিত পরিকল্পনা প্রনয়ণ করে তা বাস্তবায়ন শুরু করেছি। এই রূপকল্প অর্জনের জন্য আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা ২০২১ থেকে ২০৪১ এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০২১ থেকে ২০২৫ প্রনয়ণ করেছি সেখানে বেসরকারি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন দক্ষতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি তরান্বিত করণ এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে একটি কৌশলগত পথরেখা প্রনয়ণ করা হয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও