কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লুটের টাকা উদ্ধার: ডিবির দাবি ৯ কোটি, গুনে দেখা গেল ৪-ও না

দেশ রূপান্তর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ০৯:৫৮

কিলঘুষি মেরে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া ১১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে ৯ কোটির বেশি উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।


এ দাবির কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ জানায়, ট্রাংক খুলে মিলেছে প্রায় ৪ কোটি টাকা। গত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পাঁচ থেকে সাতজনের সামনে উদ্ধার হওয়া তিনটি ট্রাংক খুলে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানান তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম।



তিনি বলেন, 'তিন ট্রাংকের এক খালি ছিল। বাকি দুই ট্রাংকে ছিল ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ভিকটিম কোম্পানি মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পাঁচ থেকে সাতজন উপস্থিত ছিলেন। ট্রাংকের চাবিগুলো তাদের কাছেই ছিল। তারাই ট্রাংক তিনটি আনলক করেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও