কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবসরে ইবাদত মুমিনের নিয়ামত

প্রথম আলো শাঈখ মুহাম্মাদ উছমান গনী প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ০৮:০৬








সময় ও জীবন আল্লাহর দান। সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘সময়ের শপথ! মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে; কিন্তু তারা নয়, যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।’ (সুরা-১০৩ আসর, আয়াত: ১-৩)


কোরআন কারিমে রয়েছে, ‘প্রাচুর্যময় তিনি, যাঁর হাতে সব ক্ষমতা। তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে পরীক্ষা করবেন তোমাদের মাঝে কাজে কারা ভালো। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।’ (সুরা-৬৭ মুলক, আয়াত: ১-২)


জীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশি। রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করা হলো, ‘সৌভাগ্যবান কারা?’ তিনি বললেন, ‘সৌভাগ্যবান তারা, যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং তা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছে।’ পুনরায় জিজ্ঞাসা করা হলো, ‘দুর্ভাগা কারা?’ তিনি বললেন, ‘দুর্ভাগা তারা, যারা দীর্ঘায়ু পেয়েছে এবং তা বদ আমলে কাটিয়েছে বা আমলবিহীন অতিবাহিত করেছে। (তিরমিজি: ২৩২৯, মুসনাদে আহমাদ: ১৭৭৩৪, হিলইয়াতুল আউলিয়া-৬: ১১১, মিশকাত: ২২১০, সহিহ আলবানি)।








সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও