ত্বকী হত্যার ১ দশক : নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাবের তদন্তে অভিযুক্তরা প্রকাশ্যে

ডেইলি স্টার নারায়ণগঞ্জ সদর প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৯:৩০

এক দশকেও শুরু হয়নি নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার বিচারকাজ। এ পর্যন্ত ৬০ বার এ মামলার নথিপত্র আদালতে উঠেছে। বাদীপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে মামলার অভিযোগপত্র দ্রুত দাখিলের তাগিদও দিয়েছিলেন আদালত।


তবে এখনো অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


দীর্ঘ ১০ বছরেও এই মামলার তদন্ত শেষ করা যায়নি বলে দাবি র‍্যাবের। কবে নাগাদ তদন্ত শেষ হতে পারে, সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।


২০১৩ সালের ৬ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিল কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা থেকে তার মরদেহ উদ্ধার হয়।


হত্যাকাণ্ডের এক বছরের মাথায় সংবাদ সম্মেলন করে র‌্যাবের তৎকালীন ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছিলেন, ত্বকী হত্যার কারণ স্পষ্ট, আসামিও চিহ্নিত। অভিযোগপত্রও প্রায় তৈরি। অল্প সময়ের মধ্যে তা আদালতে দাখিল করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও