কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভূমিকম্পের মতো দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপ প্রয়োজন

বণিক বার্তা মোহাম্মদ জমির প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৮:৩৪

দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়াজুড়ে সংঘটিত দুটি ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের অধিক মৃত্যু একটি সংকেত দিয়েছে। দেব্রিস অঞ্চলে কয়েক লাখ মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ১০ হাজারেরও অধিক আহত মানুষ রয়েছে। গাজিয়ানতেপ শহরের কাছে যেখানে ভূমিকম্প আঘাত হানে, সেখানে আরো বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে একটি কম্পন প্রথমে বেশ বড় আকারেই ছিল।


ভূমিকম্পকে বর্তমানে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল (এমডব্লিউ) নামে অভিহিত করা হয়ে থাকে। এটি বহুল পরিচিত রিখটার স্কেলের জায়গায় প্রতিস্থাপন হয়েছে, যা বর্তমানে পুরনো হিসেবে বিবেচিত হয় এবং নির্ভুল ফলাফল কম দিতে পারে। ভূমিকম্পের ক্ষেত্রে যে সংখ্যা আরোপিত করা হয় তা ফল্ট লাইন সরে যাওয়া এবং চাপের ফলে ফল্ট লাইনের স্থানান্তরের ক্ষেত্রে দূরত্বের সমন্বয়কে তুলে ধরে। ২ দশমিক ৫ বা এর কম ভূ-কম্পন সাধারণত অনুভূত হয় না, কিন্তু যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে। ৫ পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয় এবং স্বল্প ক্ষতির কারণ হয়। তুরস্কের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পকে বড় ভূমিকম্প হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং এটি গুরুতর ক্ষতির কারণ হয়েছে। এটি বরাবর প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) ফল্ট লাইনে ফাটল ধরিয়েছে, যার ফলে ফল্টের কাছে অবস্থিত ভবনগুলোয় গুরুতর ক্ষতি হয়েছে। ৮-এর ওপরে যেকোনো ভূমিকম্প সর্বনাশা ক্ষতির কারণ হতে পারে এবং একটি সম্প্রদায়কে কেন্দ্র থেকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও