![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2015%252F02%252F22%252Fd0bdbc434f3d45819095b18151967ce2-Dilwale.png%3Frect%3D0%252C270%252C1200%252C630%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2023-02%252F665c3b00-1c02-41d7-9437-8ea22d5bc597%252FGPI_2_7814X543__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো সিনেমা রিমেক করা উচিত না, মনে করেন কাজল
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করা কাজলের সবচেয়ে জনপ্রিয় সিনেমারগুলোর একটি।
১৯৯৫ সালে মুক্তি পায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। সেই থেকে এটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়—এটিকে বলিউডের ‘আইকনিক’ সিনেমাও বলা হয়। আদিত্য চোপড়া পরিচালিত এ সিনেমাটি মুক্তির ২৮ বছর পরে এখনো প্রেক্ষাগৃহে চলছে।
সিনেমাটি রিমেক করা হবে কি না, জানতে চাইলে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে কাজল বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো সিনেমা রিমেক করা উচিত না। ‘কাভি খুশি কাভি গম’-এর ক্ষেত্রেও কাজলের একই মত।
এ প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি মনে করি, ম্যাজিক একবারই ঘটে। আপনি যদি এটি পুনরায় তৈরি করেন, তবে এতে একই অনুভূতি থাকবে না।’
কাজল মনে করেন, এই চলচ্চিত্রগুলো জাদুকরী চলচ্চিত্র। জাদুকরী কোনো কিছু পুনর্নির্মাণ করা যায় না। এগুলো পুনর্নির্মাণ করলে দর্শকেরা এতে হতাশ হবে।
কাজল আরও বলেন, ‘জাদুর মধ্যে যেমন একধরনের অনুভূতি আছে, চলচ্চিত্রও আপনাকে সেই অনুভূতি দেয়। আপনি যখন প্রথমবার দেখেন, তখন আপনি কিছু অনুভব করেন কিন্তু যদি সেটাকে কেউ আবার তৈরি করে, তাহলে সেই একই অনুভূতি হয়তো আর আসবে না।’
বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে সামনে দেখা যাবে মার্কিন কোর্ট রুম ড্রামা সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেকে।
কাজলকে সর্বশেষ তাঁকে দেখা গেছে নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রোমান্টিকস’-এ। যশ চোপড়ার জীবন, সিনেমা ও তাঁর প্রযোজনা সংস্থাকে নিয়ে বানানো হয়েছে তথ্যচিত্রটি।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড চলচ্চিত্র
- রিমেক
- শাহরুখ খান
- কাজল