কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হলিউডের পুরস্কারে ভারতীয় সিনেমার বাজিমাত

শুধু বক্স অফিসে নয়, আন্তর্জাতিক পুরস্কার মঞ্চেও দাপট বাড়ছে ভারতীয় সিনেমার। কিছুদিন আগেই এস এস রাজামৌলি নির্মিত তেলেগু সিনেমা ‘আরআরআর’র গান ‘নাটু নাটু’ জিতেছে বিখ্যাত গোল্ডেন গ্লোব পুরস্কার। অস্কারের আগামী আসরেও ছবিটির সম্ভাবনা প্রবল।

এর মধ্যেই আরেকটি আন্তর্জাতিক আসরে বাজিমাত করেছে ‘আরআরআর’। সেরা বিদেশি ভাষার সিনেমাসহ চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। রাম চরণ ও জুনিয়র এনটিআরের ছবিটির এমন সাফল্য ‘হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড’-এ।

সেরা বিদেশি ভাষার সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা, সেরা স্টান্টস এবং সেরা গানের জন্য পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। এই দৌড়ে হলিউডের তুমুল জনপ্রিয় ‘টপ গান: ম্যাভেরিক’ কিংবা ‘ব্যাটম্যান’র মতো সিনেমাও ছিলো। তবে সবাইকে হারিয়ে সেরার খেতাব নিজের করে নিয়েছে ভারতীয় সিনেমাটি।

পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে নির্মাতা এস এস রাজামৌলি বলেন, ‘এই স্বীকৃতি অনেক মূল্যবান, শুধু আমি বা আমার সিনেমার জন্য নয়; বরং পুরো ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই। ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা এই পাখনা (পুরস্কার ট্রফিতে থাকা পাখনা) দিয়ে আবারও উড়তে পারবো।’

সবশেষে দেশকে স্মরণ করে নিজ ভাষায় রাজামৌলি বললেন, ‘ভারত হলো অসাধারণ সব গল্পের ভূমি। আমার ভারত মহান।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন