অ্যাপ না খুলে হোমস্ত্রিনেই উবারের সব খবর পাবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪১
রাইড-হেইলিং পরিষেবা উবার এবার নতুন করে সাজিয়েছে তারদের অ্যাপটিকে। এখন অ্যাপ না খুলে ফণের হোমস্ক্রিন থেকেই রাউডের সব খবর পাবেন। ওয়ান-স্টপ শপ নামের একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। যার মাধ্যমে হোমস্ক্রিন থেকেই আপনি রাইড বুক করতে পারবেন।
এমনকি আপনার গাড়ির ধরন, লোকেশন, ভাড়া, রিজার্ভ, আগের ট্রিপের খবরাখবর সবই পাবেন। নতুন এই ফিচারের জন্য উবার অ্যাপ ব্যবহার হবে আরও সহজ। অনেকখানি ঘুরে অ্যাপে গিয়ে রাইড বা খাবারের অর্ডার করতে হবে না। বিশেষ করে তাড়াহুড়ার সময় এই কাজটি অনেক কঠিন হয়ে পরে। এখন হোমস্ত্রিন থেকেই কাজগুলো সেরে নিতে পারবেন ব্যবহারকারী।
বর্তমানে বিশ্বের প্রায় ১ হাজার ২০০টিরও বেশি দেশে ব্যবহার হচ্ছে উবার অ্যাপ। তাই তো গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এমন সব ফিচার আনছে উবার। অ্যাপ ব্যবহার যেন সহজ ও কম সময়ে হয় সেদিকেই নজর দিচ্ছে রাইড শেয়ারিং অ্যাপটি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
bangla.thedailystar.net
| অস্ট্রেলিয়া
১০ মাস আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১ বছর, ৪ মাস আগে