কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাংক-বেকারিতে ‘কর্মব্যস্ত’ ওয়াহিদ ম্যানশন, শেষ হয়নি বিচার

জাগো নিউজ ২৪ চকবাজার থানা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৭

চার বছর আগে এমনই এক বসন্তের রাতে হঠাৎ বিস্ফোরণের পর মৃত্যুপুরীতে পরিণত হয় পুরান ঢাকার চকবাজরের চুড়িহাট্টা। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ওই রাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬৭ জন মানুষ। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১ জনে। ঘটনার পরদিন ওই এলাকার বাসিন্দা মো. আসিফ চকবাজার থানায় মামলা করেন। মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলেসহ আটজনের বিচার শুরু হয়েছে। তবে চার বছরেও শেষ হয়নি বিচারকাজ। রাষ্ট্রপক্ষ চাইছে, মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে। তবে আসামিপক্ষ বলছে, তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন।


অন্যদিকে এরইমধ্যে ওয়াহিদ ম্যানশনে সংস্কারকাজ করা হয়েছে। ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় গড়ে উঠেছে ব্যাংক, টেলিকম, বেকারি, কম্পিউটারের দোকান। রীতিমতো কর্মব্যস্ত হয়ে উঠেছে ভবনটি। দিনভর মানুষের পদচারণায় রীতিমতো সরগরম আলোচিত ওয়াহিদ ম্যানশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও