বাড়িতে পাতা কাজল পরেন? আইলাইনারও বানিয়ে নিতে পারেন ঘরোয়া জিনিস দিয়ে
সদ্যোজাতদের জন্য বাড়িতে কাজল তৈরির রেওয়াজ বহুদিনের। মেয়েদের চোখের ঘন কালো কাজল পুরুষদের কাছেও আকর্ষণের বিষয়। দোকান থেকে এই ধরনের রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করবেন না বলে অনেকেই বাড়িতে সেই ছোটবেলার মতো কাজল তৈরি করেন। চোখের নীচে না হয় বাড়ির তৈরি কাজল পরলেন, কিন্তু চোখের উপরে যে আইলাইনার পরেন, তা বাড়িতে তৈরি করা যায় কি?
ঘরোয়া কিছু উপাদান দিয়েই প্রাকৃতিক আইলাইনার তৈরি করার উপায় বাতলে দিলেন রূপচর্চা বিশেষজ্ঞ শাহনাজ় হুসেন।
১) কোকো পাউডার
ঘন কালো রঙের বদলে ইদানীং পোশাকের সঙ্গে মানিয়ে অনেকেই খয়েরি রঙের লাইনার দেন চোখে। শুধু মাত্র দু’টি উপাদান দিয়ে খুব সহজে এই লাইনার বানিয়ে ফেলা যায়। বানাতে লাগবে কোকো পাউডার আর গোলাপ জল। এক চামচ কোকো পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিয়ে চোখের উপরের পাতায় লাগিয়ে নিলেই হল।
২) কাঠবাদাম
মোমবাতি বা ঘিয়ের প্রদীপ জ্বেলে, আগুনের শিখার উপর চিমটে দিয়ে একটি কাঠবাদাম ধরে রাখুন কিছু ক্ষণ। কাঠবাদামটি পুরো পুড়ে গেলে, একটি পাত্রে ওই পুড়ে যাওয়া বাদামের গা থেকে ছুরি দিয়ে কালো অংশগুলি চেঁছে নিন। তার মধ্যে মিশিয়ে নিন কয়েক ফোঁটা কাঠবাদামের তেল। ব্যস, আইলাইনার তৈরি।
৩) বিটের রস
চোখে যদি খয়েরি বা লাল রঙের লাইনার পরতে চান, তা হলে বিট কুরিয়ে বা ছেঁচে নিয়ে রস বার করে নিন। এর মধ্যে মিশিয়ে দিতে হবে অ্যালো ভেরা জেল। এই দু’টি উপাদান ভাল করে মিশিয়ে কাচের শিশিতে ভরে রেখে দিন। পোশাকের সঙ্গে মানিয়ে চোখের উপরে এবং নীচে লাগিয়ে নিন।
- ট্যাগ:
- লাইফ
- আইলাইনার
- ঘরে তৈরির উপায়