কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গা ক্যাম্পের ‘সন্ত্রাসী কার্যক্রম’ এখন বাইরে আসার শঙ্কা

বাংলা ট্রিবিউন কক্সবাজার সদর প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যা, অগ্নিসংযোগ, অপহরণের ঘটনায় ক্যাম্প এলাকা অস্থির হয়ে উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এক প্রতিবেদন বলছে— আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসাসহ তিনটি সন্ত্রাসী গ্রুপ এবং সাতটি ডাকাত দল রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় রয়েছে।


যদিও ক্যাম্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি— তারা নানা গোষ্ঠীর নাম শুনেছেন, কিন্তু তাদের কাজ দৃশ্যমান না। আর ‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’ বলছে,  এ ধরনের ক্যাম্প যত দীর্ঘস্থায়ী হবে, সহিংসতা সন্ত্রাস অস্থিরতা বাড়বে।


আর এটা বাইরেও ছড়াবে, এটা আমরা শুরু থেকেই বলে আসছি। মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের সন্ত্রাসী গ্রুপের সক্রিয়তার কথা শুরু থেকেই শোনা গেছে। এখন এটা অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে।১৬ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুষ্কৃতকারীদের গুলিতে এক নারী নিহত ও ক্যাম্পের এক হেড মাঝি গুলিবিদ্ধ হওয়ার খবর আসে। এদিন সকালে উখিয়া ময়নারঘোনা ক্যাম্প-৮ এবং ক্যাম্প-১২-তে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও