বাগেরহাটে বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৬
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সাউথখালি ইউনিয়নের তাফালবাড়ির বান্দাঘাটা খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান জানান।
নিহতরা হলেন- মোস্তফা (৫৫) এবং মিলন (৩৫)। হতাহতদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইট-বালু বোঝাই একটি ট্রলার নিয়ে আট শ্রমিক যাচ্ছিলেন। পথে মুষলধারে বৃষ্টি শুরু হলে তারা ট্রলার থামিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। ট্রলার থেকে ঘরে যাওয়ার পথেই শ্রমিকরা বজ্রপাতের শিকার হন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বজ্রপাতে নিহত