পূর্বাচলে রাজউকের প্লট: ১৬ বছর পর কিস্তি দিয়েই বরাদ্দ বহাল

www.ajkerpatrika.com পূর্বাচল প্রকাশিত: ১১ মে ২০২৪, ১৩:১৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল মোহাম্মদ মাসুম আব্দুল মজিদকে। ১০ নম্বর সেক্টরের ৩০১ নম্বর রাস্তার ৩৪ নম্বর প্লটটি দেওয়া হয়েছিল বৈদেশিক ক্যাটাগরিতে। আব্দুল মজিদ প্রথম কিস্তির পুরো টাকাও সময়মতো পরিশোধ করেননি। নির্ধারিত সময়ে (২০০৫ সালের ৩১ জুলাই) দ্বিতীয় কিস্তির অর্থও দেননি। ফলে বরাদ্দ তখনই বাতিল হওয়ার কথা। ২০০৮ সালের ২৮ জানুয়ারি আব্দুল মজিদ মারা যান। রাজউক সম্প্রতি মজিদের ওয়ারিশদের নামে সংশোধিত বরাদ্দপত্র দিয়েছে।


রাজউকের একাধিক কর্মকর্তা জানান, কিস্তির টাকা সময়মতো পরিশোধ না করায় শত শত বরাদ্দ বাতিল করা হয়েছে। বরাদ্দগ্রহীতা বা তাঁদের পরিবারকে তা মেনেও নিতে হয়েছে। কিন্তু ব্যতিক্রম ঘটল মাসুম আব্দুল মজিদের পরিবারের ক্ষেত্রে। ২০০৫ সালে বাতিল হয়ে যাওয়ার নিয়ম থাকলেও ১৯ বছর পর ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তাঁর ওয়ারিশদের নামে সংশোধিত বরাদ্দপত্র দিয়েছে কর্তৃপক্ষ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও