![](https://media.priyo.com/img/500x/https://www.deshrupantor.com/assets/news_images/2023/02/17/ACH.jpg)
ব্রণ হলে যেসব খাবার এড়িয়ে চলবেন
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭
ব্রণ সব বয়সী নারী-পুরুষেরই হয়। রূপচর্চায় এটি আতঙ্কের নামও। কারণ এক বার ব্রণ হলে তা সহজে যেতে চায় না। বাজারচলতি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করা ছাড়াও ঘরোয়া উপায়েও ত্বকের যত্ন নেন অনেকে। তাতেও সব সময় সুফল পাওয়া যায় না। সমস্যা দেখা দিলে তা সমাধান করতে উঠেপড়া লাগা স্বাভাবিক প্রবণতা। তবে সমাধানের পথ খোঁজার আগে সমস্যা জানা জরুরি। ব্রণ হলে তা সারাতে ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি, কয়েকটি খাবার থেকে দূরে থাকাও জরুরি। অজান্তে সেগুলো খেয়ে ফেললে সমস্যা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে।
দুগ্ধজাতীয় খাবার
দুধ এবং দুগ্ধজাতীয় খাবার খেলে ব্রণের সমস্যা হয়। ‘ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাসথেটিক ডার্মাটোলজি’ শীর্ষক গবেষণা পত্রিকায় এই সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানেও এমনটাই বলা হচ্ছে। এই ধরনের খাবার হরমোন ক্ষরণের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে ব্রণর আশঙ্কা থাকে।