নখ দেখেই বুঝে নিন শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কি না
শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না, তার ইঙ্গিত আগে থেকেই দেয় শরীর। তবে অনেকেই তা টের পান না, আবার কেউ কেউ অবহেলাও করেন।
শরীরের ভেতরে কোনো কঠিন রোগ বাসা বাঁধলে তার নানা লক্ষণ শরীরে ছড়িয়ে পড়ার পরই বেশিরভাগ মানুষ জানার চেষ্টা করেন কী হয়েছে। তবে কিছু রোগের সংকেত ফুটে ওঠে নখে।
নখে সাদা দাগ দেখলে বুঝতে হবে শরীরে খনিজ পদার্থের ঘাটতি আছে। ঠিক তেমনই নখ দেখেই বুঝতে পারবেন ত্বকে ক্যানসার বাসা বেঁধেছে কি না।
নখের উপরে দাগের অর্থ হতে পারে ক্যানসার। ত্বকের ক্যানসারের অন্যতম লক্ষণ এই দাগ। কালো, ধূসর কিংবা বাদামি রঙের কোনো দাগ দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যান।
আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অনুসারে, হাত বা পায়ের আঙুলের ওপর কালো কোনো দাগ দেখলে সতর্ক হতে হবে।
কারণ এটি হতে পারে ত্বকের ক্যানসারের অন্যতম উপসর্গ। নখে কালো দাগ বা ছোপ হতে পারে মেলানোমার লক্ষণ।
হঠাৎ শরীরে কোনো আঁচিল বা মাংস পিণ্ড বাড়তে দেখা গেলে যেমন ত্বকের ক্যানসারের বিষয় সতর্ক হতে হবে, তেমনই এই প্রকার কালচে বা বাদামি দাগ দেখলেও অবহেলা করবেন না।