লাইপোসাকশনে কি আসলেই ওজন কমে
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ২২:২৯
বেশির ভাগ মানুষই অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত থাকেন। সুস্থ থাকার পাশাপাশি আকর্ষণীয় ফিগার ধরে রাখতে ওজন নিয়ন্ত্রণের চেষ্টাও করেন। তবে অনেক সময় ডায়েট ও পর্যাপ্ত শরীরচর্চা করার পরও দেহের বিভিন্ন জায়গায় অতিরিক্ত চর্বি জমে থাকে। এই চর্বি কমাতে অনেকেই লাইপোসাকশনের শরণাপন্ন হন। কিন্তু এটি কি আদৌ মেদ কমায়?
লাইপোসাকশন কী
লাইপোসাকশন একধরনের অস্ত্রোপচার। এর মাধ্যমে শরীরের যেসব অংশে চর্বি বেশি জমে (যেমন পেট, ঊরু, পিঠ, নিতম্ব, বাহু, ঘাড়, চিবুক), সেসব স্থান থেকে অতিরিক্ত চর্বি দূর করা হয়।
উদ্দেশ্য
সাধারণত কসমেটিক পারপাস বা ফিগারকে আকর্ষণীয় করতে এ পদ্ধতি ব্যবহার করা হয়। তবে কিছু চিকিৎসাতেও এর ব্যবহার আছে। যেমন লাইপোমা অপসারণ, ছেলেদের বুকে চর্বি জমলে বা গাইনোকোমাস্টিয়া হলে, লাইপোডিস্ট্রফি বা চর্বির অসম বণ্টন হলেও লাইপোসাকশন কার্যকর।