
ঈদের দীর্ঘ ছুটিতে দেশের হাসপাতালগুলোয় সেবা অনেক সীমিত
এবার ঈদ ও সাপ্তাহিক মিলিয়ে নয়দিনের ছুটি পেয়েছেন কর্মজীবীরা। তাই দীর্ঘ ছুটিতে সেবা দিতে বিশেষ শিডিউল করে নিয়েছেন হাসপাতালগুলোর চিকিৎসক, নার্স ও কর্মীরা। রাজধানীর হাসপাতালগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটিতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। তবে রোগী ও তাদের স্বজনদের দাবি, সরকারি হাসপাতালে গিয়ে মিলছে সীমিত সেবা। দেয়া হচ্ছে কেবল জরুরি চিকিৎসা।
বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি বিশেষায়িত হাসপাতালগুলোয় যেমন—জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসেও চালছে স্বল্প পরিসরে সেবা কার্যক্রম। রোগীরা অভিযোগ করেন, ঈদের ছুটিতে চিকিৎসক-নার্সদের অনেক সময় পাওয়া যায় না। হাসপাতালের ফার্মেসিগুলোয়ও থাকে ওষুধের ঘাটতি। জরুরি বিভাগেও অনেক সময় চিকিৎসক মেলে না।