কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১৯:২৯

টোয়েন্টি থ্রি অ্যান্ড মি জিন পরীক্ষার জনপ্রিয় মার্কিন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সাধারণত বাড়িতে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের মাধ্যম মানুষের ডিএনএ বা জিন পরীক্ষা করে। সেই তথ্য গ্রাহককে সরবরাহ করার পাশাপাশি কাছে সংগ্রহ করে রাখে। সম্প্রতি এই প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এখন নিলামের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই ঘোষণার পর থেকে প্রতিষ্ঠানটির প্রায় ১৫ মিলিয়ন ব্যবহারকারী তাদের জিনগত তথ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।


বিশেষজ্ঞদের মতে, জিনগত তথ্য থেকে একজন মানুষের স্বাস্থ্যঝুঁকি, খাদ্যাভ্যাস থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের বৈশিষ্ট্যও বোঝা সম্ভব। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিডিয়ন নেভ বলেন, ‘জিনগত তথ্য আপনার শপিং কার্টের চেয়েও বেশি বলতে পারে। আপনি হয়তো অন্য কারও জন্য কিছু কিনেছেন, কিন্তু আপনার জিনগত তথ্য শুধু আপনাকেই প্রতিফলিত করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও