শ্রীলঙ্কার কাছে হারের কারণ আর পরের ম্যাচের করণীয় জানালেন নিগার সুলতানা
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫
নিগার সুলতানা-সালমা খাতুনরা স্বপ্ন দেখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। সেই স্বপ্নপূরণে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কাল কেপটাউনে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ। যা কিনা টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের টানা ১৩তম হার।
দক্ষিণ আফ্রিকায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১-এ বাংলাদেশের চার প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ও বর্তমানে মেয়েদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল অস্ট্রেলিয়াসহ র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড, পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কা।