আট হাজার ২০০ ফিশিং বোটে যুক্ত হলো ভেসেল ট্রাকিং সিস্টেম
দেশের সামুদ্রিক সীমানায় বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও নজরদারিতে ছোট আট হাজার ২০০ ফিশিং বোটে যুক্ত করা হয়েছে ভেসেল ট্রাকিং সিস্টেম। এছাড়াও বড় জাহাজের জন্য ১৫০০টি ট্রাকিং সিস্টেম আমদানি করা হয়েছে। যা ছাড় করণের অনুমতি চেয়ে বিটিআরসির কাছে আবেদন করা হয়েছে।
প্রাথমিকভাবে নিবন্ধিত ১০ হাজার নৌযানে ট্রাকিং সিস্টেম যুক্ত করে পরীক্ষামূলক পরিচালনা করা হবে। ইতিমধ্যেই প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। সফটওয়্যার ও স্যাটেলাইটের মাধ্যমে এখন আমরা সমুদ্রে ট্রাকিং সিস্টেম যুক্ত জাহাজ নিয়ন্ত্রণ করতে পারছি। অচিরেই এ প্রক্রিয়াটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মৎস্য অধিদফতরের মহাপরিচলক খ মাহবুবুল হক।
তিনি বার্ত২৪.কম-কে বলেন, ভেসেল ট্রাকিং সিস্টেম যুক্ত করার জন্য ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। তবে অন্য মাছ ধরা জাহাজগুলোতেও ট্রাকিং সিস্টেম যুক্ত করতে বাধ্য করা হবে। ফলে এক জায়গা থেকে সকল বোট মনিটরিং বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।