কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এশিয়ান ইনডোরে সোনাজয়ী ইমরানুরের চোখে আরও বড় কিছুর স্বপ্ন

প্রথম আলো প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৩

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে দেশের ক্রীড়াঙ্গনে রীতিমতো আলোড়ন ফেলেছেন ইমরানুর রহমান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইমরানুর অভিনন্দন পেয়েছেন কাতার, জাপান, থাইল্যান্ড, হংকংসহ বিভিন্ন দেশের অ্যাথলেটদের কাছ থেকেও।


হ্যালো, কেমন আছেন? রাতে ঘুম হয়েছে?


‘রাতে অনেকটা সময় গল্প করেছি। ঘুম হয়েছে ৫–৬ ঘণ্টা। কোনো সমস্যা নেই। আমি ঠিকঠাক আছি।’


টেলিফোনের অন্য প্রান্তে ইমরানুর রহমানের গলা শান্ত শোনায়। ভেতরে ভেতরে উত্তেজনা থাকলেও কথাবার্তায় সেটার প্রকাশ নেই। এমনিতেই ইংল্যান্ডপ্রবাসী অ্যাথলেট কথা বলেন কম। বাংলা বলেন ভাঙা ভাঙা। অনেক সময় বোঝা যায় না, কী বলতে চাইছেন। ইংল্যান্ডের জল–হাওয়ায় বেড়ে উঠেছেন বলে ইংরেজিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি।


আর স্বাচ্ছন্দ্য বোধ করেন ট্র্যাকে দৌড়াতে। যে কাজটা গত রাতে তিনি করেছেন কাজাখস্তানে। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে রীতিমতো আলোড়ন ফেলেছেন দেশের ক্রীড়াঙ্গনে। এশিয়ার মঞ্চে অতীতে যেখানে বাংলাদেশ পদকের ধারেকাছেই যেতে পারেনি, সেখানে ইমরানুর জিতে ফেলেছেন সোনা। এমন অভাবনীয় সাফল্যের কয়েক ঘণ্টা পর আজ মুঠোফোনে ইমরানুরকে যখন ধরা হলো, তিনি তখন সকালের নাস্তার টেবিলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও