কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এশিয়ান ইনডোরে সোনা জিতে ইমরানুরের ইতিহাস

ইতিহাস গড়েছেন ইমরানুর রহমান। আজ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বাংলাদেশের দ্রুততম মানব।

আজই সকালে কাজাখস্তানে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। হিটে সময় নেন ৬.৭০ সেকেন্ড; যদিও তখন পর্যন্ত তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর। সন্ধ্যায় সেমিতে সময় নেন ৬.৬১ সেকেন্ড। ভাঙেন তার আগের রেকর্ড। এরপর রাতে ফাইনালে সময় নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬.৫৯ সেকেন্ড।

কাজাখস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব বলেছিলেন, এশিয়ার ইনডোরে ইমরানুরের পদক পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিযোগিতায় অন্য অ্যাথলেটদের সঙ্গে তুলনায় ইমরানুরের টাইমিং তৃতীয় সেরা। এখন একটি স্বপ্ন নিয়েই বাংলাদেশ অংশ নেবে এই ইভেন্টে। সেটি পদকজয় আর সে লক্ষ্য পূরণের পথেই আছে ইমরানুর।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন