২৫ বছর আগে মেয়ের চরিত্রে, এবার স্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৯

সালটা ১৯৯৭। ‘মায়ার বাঁধন’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তখন তাঁর বয়স মাত্র ৯। ওই সিনেমায় তাঁর বাবার চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেই ছোট্ট ৯ বছরের মেয়েটি এখন আর ছোট্ট নেই। বয়সের সঙ্গে পাল্টেছে চরিত্রও। এবার পর্দায় প্রসেনজিতের মেয়ে থেকে স্ত্রীর চরিত্রে অভিনয় করলেন শ্রাবন্তী।


১৯৯৭ সালের পর প্রসেনজিতের সঙ্গে শ্রাবন্তীর আর অভিনয় করা হয়নি। ২৫ বছর পর যখন তাঁরা আবার একসঙ্গে অভিনয় করছেন, তখন স্বামী-স্ত্রী হয়ে পর্দায় আসলেন তাঁরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমায় প্রসেনজিৎ–এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। গত মাসে সিনেমাটি মুক্তি পেয়েছে।


প্রসেনজিতের মেয়ে থেকে এখন তাঁর স্ত্রী চরিত্রে শ্রাবন্তী—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে অনেক মিম। এতে ক্ষুব্ধ নন শ্রাবন্তী। তিনি ভারতীয় এক গণমাধ্যমকে বলেন, ‘মিম করা তো এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু এই ধরনের মিম দেখলে আমার খুব ভালো লাগে। আমাদের জার্নিটা দেখাচ্ছে এই মিমটায়, কতগুলো বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। দেখাচ্ছে, আমাদের কত দিনের সম্পর্ক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও