![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252F8728046f-8206-4f02-8ea6-c92742351751%252FIMGL3091.JPG%3Frect%3D0%252C12%252C3871%252C2032%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2023-02%252F427465a8-07c1-4e3f-a6cf-3945adce7eeb%252FGPI_14_7814X543.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
একা থাকাকে চুটিয়ে উপভোগ করার দিন আজ
প্রথম আলো
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১০
দিন কয়েক পরই বিশ্ব ভালোবাসা দিবস। ইতিমধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে প্রেমের বাসন্তী হাওয়া। হাওয়ায় ভাসছে যুগল নিশ্বাসের ঘ্রাণ। দিবসটি উদ্যাপনের প্রস্তুতিপর্ব চলছে এখন।
দিনমান কর্মসূচির পরিকল্পনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন প্রেমিক-প্রেমিকারা। কিন্তু যাঁদের প্রেম নেই, নেই ভালোবাসাবাসির মানুষ, তাঁদের দিন কেমন কাটছে! এর জবাব হতে পারে মিশ্র। কারও মনে হয়ত প্রেমহীনতার আফসোস। আবার কেউ আছেন খোশমেজাজে। একা থাকাকে চুটিয়ে উপভোগ করছেন।