রোহিঙ্গা নীতি-কৌশল আমূল পাল্টানো দরকার
রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে প্রায় ৬৬ মাস হলো। এসেছিল প্রায় ১০ লাখ। এখন ১১-১২ লাখে পরিণত হয়েছে। ইতিমধ্যে নতুন মুখ যুক্ত হয়েছে আরও প্রায় দেড় লাখ। প্রতিদিন নতুন করে প্রায় ৯০টি রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। শিবিরগুলো ক্রমে উপচে পড়ছে মানুষে। সেখানে রক্তাক্ত সংঘাত-সংঘর্ষ দেখা যাচ্ছে।
আবার আরাকান সীমান্তও আগের চেয়ে বেশি উত্তপ্ত এখন। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রত্যাশাও আমূল বদলে গেছে। পাশাপাশি বেগবান হয়ে উঠছে সাগরপথে রোহিঙ্গাদের অবৈধভাবে অন্য দেশে যাওয়ার চেষ্টা। প্রশ্ন উঠেছে, এত সব খারাপ প্রবণতার মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ এখন কী করবে? এই সমস্যা থেকে রেহাই পেতে বিকল্প কিছু গুরুত্বের সঙ্গে ভাবার সময় হয়েছে কি না?