ব্রহ্মপুত্রে অসময়ে ভাঙন: ১ মাসে নদীগর্ভে ২ শতাধিক বাড়ি

ডেইলি স্টার কুড়িগ্রাম সদর প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৪

ব্রহ্মপুত্র নদের বুকে দুর্গম পোড়ার চরের বাসিন্দা আসিয়া বেওয়া (৬৭)। তার চোখে-মুখে বেদনার। এক বছর আগে এই চরে বসবাস শুরু করে তার পরিবার। সংসারে ২ ছেলে, তাদের স্ত্রী-সন্তানসহ ৮ জন। পোড়ার চরে দেখা দিয়েছে ব্রহ্মপুত্রের ভাঙন।


গত ১ মাসে এই চরে ১০ বাড়ি ও ১০০ বিঘার বেশি আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আসিয়ার বাড়িও ভাঙন হুমকিতে।


আসিয়া বেওয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাঝের চরে ১০ বিঘা আবাদি জমি ছিল। বসতভিটাও ছিল। ব্রহ্মপুত্রের ভাঙনে সবকিছুই চলে গেছে। মাঝের চর ছেড়ে এক বছর আগে আশ্রয় নিয়েছি পোড়ার চরে। এখানেও ভাঙন। এবার ভাঙলে নতুন করে ঘর তোলা খুবই কষ্টের হবে।'


কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের আসিয়া বেওয়ার মতোই এখন শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। এক চর থেকে আরেক চরে বসতভিটা সরিয়ে ক্লান্ত তারা।


যাত্রাপুর ইউনিয়নের ভগবতি চর এলাকার কৃষক রফিকুল ইসলাম (৪৮) ডেইলি স্টারকে বলেন, 'এক সপ্তাহ আগে বসতভিটা ও ২ বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। ঘরবাড়ি সরিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছি। ২ বিঘা জমি আবাদ করে সংসার চালাতাম। এর আগে আরও ৩ বার বসতভিটা হারিয়েছি।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও