সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু মারা গেছেন

চ্যানেল আই প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৩

বীর মুক্তিযোদ্ধা ও সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু আর নেই। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।


রোববার দিনগত রাত ৩টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৭৮) শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।


নির্মাতা পিকলু চৌধুরী মৃত্যুর খবরটি জানিয়েছে বলেন, আনোয়ার জাহান নান্টু হলেন নির্মাতা সাগর জাহানের বাবা এবং দেলোয়ার জাহান ঝন্টুর ভাই। মঙ্গলবার বাদ আসর বড় মগবাজার মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু চলচ্চিত্রে উপহার দিয়েছেন দুইশর মতো গান। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের জন্যও তৈরি করেছেন বহু গান।


দীর্ঘদিন ধরে বাবার অসুস্থতার কারণে নির্মাণে অনিয়মিত ছিলেন সাগর জাহান। বাবার মৃত্যুতে শোকাহত হয়ে আরমান ভাই, সিকান্দার বক্স সিরিজের মতো আরও জনপ্রিয় নাটকের নির্মাতা সাগর জাহান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও